নিষিদ্ধ গোলাপের ভালোবাসা

Oct 31, 2024 - 22:35
Nov 1, 2024 - 03:39
 1  17
নিষিদ্ধ গোলাপের ভালোবাসা

জাগতিক বাঁশির সুরে 

স্বপ্নপথে ক্লান্ত নক্ষত্রেরা

সম্মোহনে নির্ঘুম হাঁটে

বাস্তবে স্বপ্নভঙ্গের আখ্যান!

যে আকাশ ভালোবাসবে বলে

অনিয়ন্ত্রিত আবেগে জাগে 

নম্র মাটির বাসরে

তার বুকে এখন নষ্ট রাত!

যে বৃক্ষ আকাশ ছুঁতে চেয়ে 

সীমা ভেঙে অসীমে হাঁটে 

মেঘশরীর পথে পথে

তার বুক জুড়ে প্রলয়শ্বাস!

যে ফুল অভিসারের স্বপ্নে

শরীর ভরে জমায় মধু

বহুগামী মধুকর বিহ্বল 

নিষিদ্ধ গোলাপ ভালোবেসে!

সুনন্দার নীল শাড়ির ভাঁজে 

আজো সুপ্ত যৌবন 

নিকষরাতে সমর্পণ সুখে

নিদ্রাহীন জাগে!

যে প্রেমিক চোখে অন্য নারী 

তার চোখের আকাশে

আজও কেন সুনন্দা 

পৃথিবী খোঁজে!!