স্বপ্নাঙ্কুরের মৃত্যু
,
স্বপ্নাঙ্কুরের মৃত্যু
যক্ষ্মা রোগীর মত
বুকের পাঁজরে হাঁপর টেনে
মহারাত্রি দলিতদের ।
ন্যাংরা কুকুরের মত
গলিত গন্ধের আবেশে
আজও স্বপ্নেরা বাঁচে।
গুঁইসাপের কালো জিভের টানে
শিমুল তুলোর মত মুরগির ছানা
আর পেটের পচা বর্জ্যের অতলে
হাঁস ছানাদের স্বপ্নাঙ্কুরের মৃত্যু।
তবু জলপাই মুকুলের ঘ্রাণ স্বপ্নে
ডিমেরা মুখ উঁচায়....
আর অবাধ বন্য অস্তিত্বে
তৃপ্তির আনন্দে স্বপ্নভোগী
পেটমোটা গুঁইসাপেরা ।