হারিয়ে যাওয়া দিনগুলো

Jun 13, 2024 - 23:40
Jun 14, 2024 - 00:12
 2  87
হারিয়ে যাওয়া দিনগুলো

কাকডাকা ভোরে মেঘের গর্জন

সাথে বরফশুভ্র বৃষ্টি

পক্ষীর কলরবে পূর্ণ গগণ

বিধাতার এক অপরূপ সৃষ্টি

 

হেমন্তের মাঠ ভরা ধান আর

শরতের সাদা মেঘ

শীতের কুয়াশায় জড়ানো

শৈশবের কত আবেগ

 

ডাহুক কিংবা পেঁচার ডাক

শুনিনিতো বহু বছর

দুর্লভ আজ গগন জুড়ানো

শকুনের কু-নজর

 

ঘন বরষায় টিনের চালে

ভারী বৃষ্টির আওয়াজ

খিচুড়ির সাথে মাছ ভাজি

আর পেঁয়াজের সেই ঝাঁজ

 

কদম ফুলের নরম ছোঁয়ায়

ব্যাকুল হত মন

হারিয়ে গেছে নিয়তির খেলায়

 সাদামাটা সে জীবন

 

নদীর বুকে লাফিয়ে পড়া

দূরন্ত সেই শৈশব

বাবার সাথে মেলায় গিয়ে

কাটানো সব উৎসব

 

আবার যদি মায়ের হাতে

হাতটা ধরে হাটতাম

দৌড়ে গিয়ে বাবার কোলে

সবার আগে উঠতাম

 

জীবনটা কি এমন করেই 

খেলবে ছিনিমিনি?

একটা সময় ছিনিয়ে নেবে

মাটির দেহখানি!


Abdullahel Kafi I am a teacher. I like to play cricket very much. I have enough interest on music,movies and travelling.