স্বপ্নের প্লেন

Nov 10, 2024 - 15:38
Nov 15, 2024 - 17:16
 1  10
স্বপ্নের প্লেন

স্বপ্নের প্লেন 

স্বপ্ন দেখি প্লেনে উঠি 

সঙ্গে থাকবে বোনটি।

 উড়োজাহাজ দেখব কবে

 মেঘে মেঘে শব্দ হবে!

প্লেনে নাকি হোটেল আছে!

খাবার দাবার আনে কাছে।

পির্জা আর বার্গার খাব,

সঙ্গে নাকি চাও পাবো।

প্লেনে নাকি হয়না ঝাকি,

সিটে বসে আরাম নাকি।

 এমন গাড়ি দেখব কবে,

সঙ্গে আমার বোন যে রবে।


Jannatul Adan Jerin শ্রেনী-নবম শাখা-হিমচাপা আমি বগুড়ার সুনাম ধন্য বিদ্যালয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিমচাঁপা শাখার শিক্ষার্থী। কবিতা লেখা আমার সখ নয় এটা আমার স্বপ্ন। এই কবিতা দিয়ে একদিন সবাই আমাকে চিনবে। আমি গত বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছি। এই বিদ্যালয়ে আমার কাছে বাড়ি সমতুল্য। আমার বিদ্যালয় আমাকে আমার সব স্বপ্ন পূরণে সাহায্য করেছে, আর আমি বিশ্বাস করি আমার কবিতা লেখা নিয়ে আমার যে স্বপ্ন টা রয়েছে সেখানেও আমি আমার বিদ্যালয় থেকে সম্পূর্ণ রুপে সাহায্য পাবো। আমার নামে নয় টাকায় নয় চিনবে আমায় কবিতায়