স্বপ্নের প্লেন

স্বপ্নের প্লেন
স্বপ্ন দেখি প্লেনে উঠি
সঙ্গে থাকবে বোনটি।
উড়োজাহাজ দেখব কবে
মেঘে মেঘে শব্দ হবে!
প্লেনে নাকি হোটেল আছে!
খাবার দাবার আনে কাছে।
পির্জা আর বার্গার খাব,
সঙ্গে নাকি চাও পাবো।
প্লেনে নাকি হয়না ঝাকি,
সিটে বসে আরাম নাকি।
এমন গাড়ি দেখব কবে,
সঙ্গে আমার বোন যে রবে।