স্বপ্নদ্বীপ
স্বপ্নদ্বীপ

তুমি এক পৌরুষ-দ্বীপ
তোমাকে ঘিরে জলের আবর্তন
জলের শব্দে, গাছের শব্দে
সুশ্রী কোন বিলাসী তরী--
তোমার শয্যায় জাগে ।
জোয়ার জলে খড়কুটোও তোমার কাছে ভিড়ে
ভাটির টানে নীরবে দূর সাগরে মেশে
তোমার বুকে খুঁটি পুঁতে সুশ্রী তরী
জোয়ার জলে ভাসে
খড়কুটোর বুকে অন্ধকারে
স্বপ্নদ্বীপ জাগে।