শীতের সাজ
শীতের বাংলাদেশের সাজ ও প্রকৃতি
ধরা নিজ বুকে রহিছে সুখে
বর্ণিল বাধি সাজ,
সরষে মেলা- শীতের হীমেতে
ঢাকিছে স্বয়ং লাজ।
উষ্ণ রবির প্রাত নিঃশ্বাস
বুলায় ধবল চাদর,
আলিঙ্গনে কুসুম ললাট
চোখ বুজে লয় আদর।
সোনালি ধান্য, সবুজ শস্য
বাহারি ফুলের বৈভব !
নদীর ধোঁয়ায় জলকেলি করে
বৈদেশী খগের শৈশব।
মধু-মঞ্জরি রসের আমেজে
উল্লাস জপে বঙ্গ,
রমণী যেন শাড়ির আভুষে
আহ্লাদে শোভে অঙ্গ।