শীত
বহিতেছে হাওয়া ,
আসিতেছে শীত ,
ঝরিতেছে পাতা
ঠাণ্ডা আমেজে শুনছি
অতিথি পাখির গীত।
তবে,
শীত শুধু ধনীদের ভাই,
গরিবের ঘরে কোথা শীত নাই।
গরিবের অনুভব হবে কোথা?
পেটের জ্বালা যেথা মরণ ব্যথা।
প্রতি শীতে তাই,
কত গরিব অন্নলোকে যাই,
ধনীর দুনিয়ায় গরিবের ঠাঁই নাই।
ছেড়া জামা-ছেড়া জুতা
শীত এগুলোর কাছে তুচ্ছ,ভোঁতা।
শরীরে কোনো জোর নাই,
পরিবারের হাসি দেখলে সব ভুলে যাই ।
যদিও মোরা গরিবেরা-
প্রতিদিন একটু করে মারা যাই।