শিক্ষক

শিক্ষক আমার জ্ঞানের আলো,
নিশিদিনে দেন পথের দিশা,
তাঁর কথাতে মিটে যায় সব,
জীবনের যত সংশয় বিষা।
শ্রাবণ ধারার মেঘের মতন,
তাঁর বাণীতে ভরে মন প্রাণ,
তিনি আকাশ, আমি ক্ষুদ্র পাখি,
তাঁরই ছায়ায় কাটে অবিরাম।
দুর্যোগের মাঝে দাঁড়াও তিনি,
আশার প্রদীপ হাতে নিয়ে,
স্বপ্নের বীজ বুনেন হৃদয়ে,
জীবন গড়ার শিল্পী তিনি যে।
শিক্ষক আমার পথের প্রহরী,
তাঁর ছায়াতে পাই আমি ভরসা,
শিখিয়ে দেন ভালোবাসা, মানবতা,
তাঁর শিক্ষাতেই জীবন হবে সুরম্য বাসা।
নাম:- জেরিন
শ্রেনী -৯ম
রোল:-২৬০