শবে বরাত

দু’হাত তুলে কর্ মােনাজাত
রহমতের রাত, এল শবে বরাত ।।
শবে বরাত এল রে আজ
ভুলে যারে দুনিয়ার কাজ
দমে দমে জপরে শুধু, দরূদের আয়াত ॥
চোখের জলে ডাক “এলাহি-
তুমি বিনে উপায় নাহি
ক্ষমা কর সকল গােনাহ্ তুলেছি দু’হাত ॥”
দয়াময় আজ দিতে রাজি
চেয়ে নে রে মন মাঝি
যাহা চাবি তাহাই পাবি, দু’হাত শুধু পাত ॥
কার বদনসিব খােশ্ বা কাহার
কার হবে মাফ গােনার পাহাড়
ভাগ্যলিপি নবায়নে, পাবি আজ নাজাত ॥