লোভ-মোহের কি শেষ আছে?

Aug 29, 2024 - 11:20
Aug 30, 2024 - 00:09
 1  24
লোভ-মোহের কি শেষ আছে?

দুনিয়ার জীবনে মানুষের মন ও মগজে কেবল বিত্ত-বৈভবের চিন্তাটি প্রাধান্য পায়। নফস সুখের উপরে সুখ দেখতে চায়। অনেক সুখ পেয়েছ, তারপর আরও সুখ। আরও সুখ পাবার পরেও কোথা হতে যেন নতুন কিছু আগমনের মতো নতুন-নতুন সুখের স্বপ্ন দেখাতেই থাকে। কোনো নফস, কোনো প্রাণ, কোনো জীবন, কোনো মানুষ ভাবতেই চায়না যে এই দুনিয়ার সব সুখ ভোগ, মোহ, মায়া সব কিছু ফেলে দিয়ে একদিন মৃত্যু নামক ঘটনার মুখোমুখি হয়ে সৃষ্টিকর্তার রহস্যজগতে প্রবেশ করতে হবে।

সুতরাং বৈষয়িক সুখ-ভোগে, বৈষয়িক সাফল্য অর্জনের প্রতিযোগিতা, মারামারি, খুনাখুনি সবকিছু এই খান্নাসই নফসের সাথে থেকে অনেক রকম ভাইরাস আর ব্যাক্টেরিয়া জন্ম দিয়ে করিয়ে থাকে।