'মানুষ'

জগত সংসারে কি প্রকৃতপক্ষে সবাই মানুষ? নাকি মানুষ রূপি?
নিজের আত্মদর্শন বা পরমের পরিচয় না জেনে নিজেকে 'মানুষ' পরিচয় দেওয়া সম্পূর্ণ ভণ্ডামী।
উদাহরণ স্বরূপ বলতে পারি, পৃথিবীতে সব পানি কিন্তু পানি নয়। কোন পানিতে দেহ শুদ্ধ হয় আবার কোন পানিতে দেহ বিশুদ্ধ হয়। আবার কোন পানিতে পিপাসা মেটে, অন্যথায় কোন পানিতে পিপাসা মেটে না।
পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, যারা সারা জীবন দিয়েই যায়, বিনিময়ে কিছুই পায় না। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো, এই মানুষগুলো যে নীরবে নিভৃতে ত্যাগ করে চলেছে তারা তা নিজেরাও বুঝতে পারে না। কিংবা বুঝতে পারলেও তাতে কী আসে যায়! এ জীবন তো তাদের নিজেকে তিলে তিলে ক্ষয় করে অন্যদের জীবনকে গড়ে তোলার কঠিন তপস্যা। যে জীবনের ঝলমলে আলোয় সে মানুষটা থাকে না, বরং অন্ধকারে অযত্নে পড়ে থাকে সে মানুষটার সরল মনের তরল আকুতি।
সুতরাং, জগত সংসারে মানুষ থাকলেও সবাই কিন্তু মানুষ নয়।