মাতৃভূমি

তোমার মাটির গন্ধে ভরে মন,
সবুজ শস্যের মাঠে সুখের ধন।
নদীর স্রোতে বাজে মধুর সুর,
তোমার রূপে দেখি প্রকৃতির নূর।
যত্নে রেখেছো কত শত প্রাণ,
তোমার বুকে মেলে ভালোবাসার দান।
শত আঘাত আসুক, ভাঙবে না তোমার মান,
তোমার প্রেমে জ্বলুক অটুট জীবন গান।
পাহাড়, নদী, বন, তোমারই সন্তান,
তোমার মমতায় তারা পায় নতুন প্রাণ।
তুমি আছো মনে, তুমি আমার শ্বাস,
তোমার জন্য দেই আমি সমস্ত ভালোবাসা।
হে জননী, তুমি মহান, তুমি অনন্য,
তোমার বুকে জন্মে পেলাম সুখের ধন্য।
তোমার জন্য জীবন দেব, রবে চিরকাল,
মাতৃভূমি তুমি, তোমাতে আমার ভরসার কাল।
— মাতৃভূমির প্রতি নিবেদিত