মাতৃভূমি

Oct 25, 2024 - 01:10
Oct 25, 2024 - 00:48
 0  17
মাতৃভূমি

তোমার মাটির গন্ধে ভরে মন,  

সবুজ শস্যের মাঠে সুখের ধন।  

নদীর স্রোতে বাজে মধুর সুর,  

তোমার রূপে দেখি প্রকৃতির নূর।

যত্নে রেখেছো কত শত প্রাণ,  

তোমার বুকে মেলে ভালোবাসার দান।  

শত আঘাত আসুক, ভাঙবে না তোমার মান,  

তোমার প্রেমে জ্বলুক অটুট জীবন গান।

পাহাড়, নদী, বন, তোমারই সন্তান,  

তোমার মমতায় তারা পায় নতুন প্রাণ।  

তুমি আছো মনে, তুমি আমার শ্বাস,  

তোমার জন্য দেই আমি সমস্ত ভালোবাসা।

হে জননী, তুমি মহান, তুমি অনন্য,  

তোমার বুকে জন্মে পেলাম সুখের ধন্য।  

তোমার জন্য জীবন দেব, রবে চিরকাল,  

মাতৃভূমি তুমি, তোমাতে আমার ভরসার কাল।

— মাতৃভূমির প্রতি নিবেদিত


Jannatul Adan Jerin শ্রেনী-নবম শাখা-হিমচাপা আমি বগুড়ার সুনাম ধন্য বিদ্যালয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিমচাঁপা শাখার শিক্ষার্থী। কবিতা লেখা আমার সখ নয় এটা আমার স্বপ্ন। এই কবিতা দিয়ে একদিন সবাই আমাকে চিনবে। আমি গত বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছি। এই বিদ্যালয়ে আমার কাছে বাড়ি সমতুল্য। আমার বিদ্যালয় আমাকে আমার সব স্বপ্ন পূরণে সাহায্য করেছে, আর আমি বিশ্বাস করি আমার কবিতা লেখা নিয়ে আমার যে স্বপ্ন টা রয়েছে সেখানেও আমি আমার বিদ্যালয় থেকে সম্পূর্ণ রুপে সাহায্য পাবো। আমার নামে নয় টাকায় নয় চিনবে আমায় কবিতায়