মহররমের চাঁদ উঠিল

মহরমের চাঁদ উঠিল মন কাঁদে রে বেদনায়
"হায় হোসেন, হায় হোসেন" মাতম করে যে মা ফাতেমায় ।।
কোথায় রইলেন শেরে খোদা আবু তোরাব আলি-
দাও না এনে জুলফিকার কয় ফাতেমা দুলালি
হায়দরি হাঁক শুনে ত্রাসে কাঁপন জাগে কুট-ধরায় ।।
কারবালাতে পানি যে নাই পানি আছে ফোরাতে
একে একে সবাই শহিদ পানি বিনে সংঘাতে
দুলদুলও শত তিরে বিদ্ধ রাঙা কারবালায় ।।
ওরে সীমার কি করিলি ছুরি দিলি কার গলে
হায় হোসেন হায় বিলাপ করে পবনতরু ধরাতলে
শোকে পাথর হলো বুঝি দয়াল নবি মদিনায় ।।