ভোর
আঁধার কেটে রোদ উঠেছে
খুলছে সকল দোর,
পাখি ডাকে মা যে বকে
বলছে হ’ল ভোর ।
জমিন ফেটে সূর্য মামা
উঠছে গাছের মাথায়,
আকাশ হতে ঝরছে শিশির
পুড়ছে এসে পাতায় !
আঁধার কেটে রোদ উঠেছে
খুলছে সকল দোর,
পাখি ডাকে মা যে বকে
বলছে হ’ল ভোর ।
জমিন ফেটে সূর্য মামা
উঠছে গাছের মাথায়,
আকাশ হতে ঝরছে শিশির
পুড়ছে এসে পাতায় !