ভিন্ন মানুষ
ভিন্ন মানুষ
খোলা জানালা দিয়ে
এক বেয়াড়া কাক ঢুকে পড়ে ঘরে
ঠোঁটে, পাখনায় ভেজা দুর্গন্ধ
ধবধবে বিছানায়, সহচরী কাঁথায়
অস্পৃশ্য আলপনা !
কাক তাড়াতে অনেক মানুষ
লাঠি,সড়কি,বল্লম…
গুঁড়ো সাবানে ঘরের স্নান
গোবরজলেরও শুদ্ধতা
বন্ধ জানালায় রক্তের দাগ
খোলা দরজায় ভিন্ন মানুষ !