বড় বাবু

বড় বাবু ধূর্ত তবু
বুলি আউরে ফিরে,
ভুলতো কেবল মানুষেরই হয়,
তাই ভুল করি বারে বারে।
ছেলেপুলে নিয়ে খায়েশ কত
বিলাসী আয়োজন,
কাজ দিলে চান বিনিময় কিছু
জীবনের প্রয়োজন।
হিসেবে ভুল, নথীতে ভুল
ভুল তহবিল গাঁটে,
গতিতে ভুল, মতিতেও ভুল
বেজায় ফন্দি আঁটে।
পরের অন্ন নিজের জানে
লোভের বাড়াবাড়ি
ধর্মী লেবাস, মিথ্যা বচন
চাটুকার অনাচারী।
রহিমের ধন, করিমে দিয়ে
বিজ্ঞ দাতা সাজে,
লাগলে কুড়ি, নেন সেঞ্চুরি
হেরফের সব মাঝে।
কর্মে অসাড়, টাল-বাহানা
কতশত আহাজারী,
কর্তারে দেন আলাপ-প্রলাপ
অযুহাত সঞ্চারী।
লোকে গাল বলে- ভণ্ড, অধম
বিবেক কি তোর নাই?
নিজেকে মানুষ ভাবতেই তাই
ভুল করে যেতে চাই।