বৃষ্টি বিলাস
বৃষ্টি বিলাস
গুরু মেঘে গরজায় বাজ,
জানিনা মনে কি হয়েছে আজ,
পারি না করতে কোন কাজ।
শুরু হয়েছে আষাঢ়ে বৃষ্টি ;
বসে আছি নিয়ে শূন্য দৃষ্টি,
বৃষ্টিতে ভেজা সমস্ত সৃষ্টি।
আজ লাগে যে বড় আনমনা,
মনের কথা কিছু বলতে পারি না,
প্রকৃতির সাথে যায় ভিজে আমার প্রান কণা।
তবুও লাগে বড় আনন্দ,
বৃষ্টির এই দারুন ছন্দ ;
দূর হোক ধরার সকল নিরানন্দ।
বৃষ্টিতে ধুয়ে যাক সব কষ্ট ধরার,
প্রকৃতি নব সাজে সেজে উঠুক আবার ;
আল্লাহ এই প্রার্থনা কবুল করুন আমার।