বিশ্ব পড়ুক ঝুঁকে
শীতের হাওয়া বইছে আজি উষ্ণ ধরার বুকে
তুমি এলে তাই বাগিচায় ফুটল গোলাপ সুখে ॥
দেখে তোমায় হাসলো মালী
বুঝি তুমি শ্বেত শেফালী
ছড়িয়ে দিলে মোহনডালি দুখের পরশ রুখে ॥
হেমন্তেরি শেষ বিকেলে
সোনার আভা ছড়িয়ে এলে
জীবন ভরুক ফুলে ফুলে হাসি থাকুক মুখে ॥
শীতের জরা কাটাও বাণে
এগিয়ে যাও সমুখ পানে
তোমার নব সুরের তানে বিশ্ব পড়ুক ঝুঁকে ॥