বাক-স্বাধীনতা

Aug 27, 2024 - 14:14
Sep 5, 2024 - 21:17
 0  20
বাক-স্বাধীনতা

বাক-স্বাধীনতা

বাক অর্থ কথা এবং বাক-স্বাধীনতা অর্থ কথা বলার স্বাধীনতা। 

ইহা কিছু নির্দিষ্ট কথা বলার স্বাধীনতা নয় বরং যা খুশি যেভাবে খুশি বলার কিনবা লেখার স্বাধীনতা। সেই কথা কাউকে কোনভাবে আঘাত করলো কিনা বা করতে পারে কিনা, তার ওপর কিন্তু বাক-স্বাধীনতা কোনরকম শর্ত আরোপ করে না।

বাক-স্বাধীনতা প্রকাশের স্বাধীনতা এর অর্থ হচ্ছেঃ একজন মানুষ তার যাই মতামত থাকুক না কেন, তা বলে কিনবা লিখে প্রকাশ করার অধিকার রাখেন। স্বাধীনতা স্বাধীনতাই। যদি স্বীকার করে নেন যে আমার বাক-স্বাধীনতা আছে, এর অর্থ হচ্ছেঃ আমি আমার মনের ভাব প্রকাশ করার অধিকার রাখি, সেটা আপনার যতই অপছন্দ হোক না কেন। যেমনঃ আমার যদি মনে হয় মিথ্যা কথা ভালো নয়, আমি তা বলার বা লিখার অধিকার রাখি এবং তা বলাতে আমি আইনত অপরাধী হবো না। যেহেতু, আপনারও বাক-স্বাধীনতা রয়েছে, আমার কথা আপনার জঘন্য মনে হলে, আপত্তিকর মনে হলে আপনিও তা বলে বা লিখে প্রকাশ করার অধিকার রাখেন। কিন্তু আমার কথা শুনে আপনি আমাকে আক্রমন করতে পারেন না, কারণ সেটা বাক-স্বাধীনতার মধ্যে পড়ে না।

একইভাবে, আপনার যদি আমাকে বলতে ইচ্ছা করে যে আমি একটা খারাপ ছেলে, আপনিও তা বলার আইনগত অধিকার রাখেন। তা শুনে আমি রাগান্নিত হতে পারি, আপনাকে ঘৃনা করতে পারি এবং এইসব প্রকাশও করতে পারি কিন্তু আপনাকে মারতে যেতে পারি না কিংবা মারার আইনগত অধিকার রাখিনা।

এখন প্রশ্ন হচ্ছে যে, বাক-স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে?

যা ইচ্ছা, যা খুশি, কিনবা যাই মনে হোক, সেটা প্রকাশ করার অধিকারকেই বাক-স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা বলা হয়।