বাক-স্বাধীনতা
বাক-স্বাধীনতা
বাক অর্থ কথা এবং বাক-স্বাধীনতা অর্থ কথা বলার স্বাধীনতা।
ইহা কিছু নির্দিষ্ট কথা বলার স্বাধীনতা নয় বরং যা খুশি যেভাবে খুশি বলার কিনবা লেখার স্বাধীনতা। সেই কথা কাউকে কোনভাবে আঘাত করলো কিনা বা করতে পারে কিনা, তার ওপর কিন্তু বাক-স্বাধীনতা কোনরকম শর্ত আরোপ করে না।
একইভাবে, আপনার যদি আমাকে বলতে ইচ্ছা করে যে আমি একটা খারাপ ছেলে, আপনিও তা বলার আইনগত অধিকার রাখেন। তা শুনে আমি রাগান্নিত হতে পারি, আপনাকে ঘৃনা করতে পারি এবং এইসব প্রকাশও করতে পারি কিন্তু আপনাকে মারতে যেতে পারি না কিংবা মারার আইনগত অধিকার রাখিনা।
এখন প্রশ্ন হচ্ছে যে, বাক-স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা কাকে বলে?
যা ইচ্ছা, যা খুশি, কিনবা যাই মনে হোক, সেটা প্রকাশ করার অধিকারকেই বাক-স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতা বলা হয়।