বর্ষবরণ
বাংলা নববর্ষ ও মঙ্গল শোভাযাত্রা উপলক্ষে বিশেষ কবিতা।
বর্ষবরণ
কবি- ফাহিম আর রাক্বীব
নব হর্ষ, নব বর্ষ
এল নতুন সাজে
চারিদিকে আনন্দ ঢল,
বাদ্য- বাজনা বাজে।
পানতা, ইলিশ, খৈ-মুড়কী
হরেক পদের আহার,
মেলা মুখোশ, শোভাযাত্রা
উৎসবেরই বাহার।
শিশু, কিশোর, বুড়ো -বুড়ি
সবাই রবে মেতে,
ধনী-গরীব একরঙা সব
হৃদয় দেবে পেতে।
নব রুপ, নব দীপ্ত
শুভ বর্ষ যাপনা,
দূর হয়ে যাক মন্দ মনের
এইতো সবার কামনা ।