পক্ষীবাহী পরিব্রাজক

পক্ষীবাহী পরিব্রাজক ওগো বনস্পতি
চিরহরিৎ ছায়াতরু ছড়াও আপন জ্যোতি ||
কত শত বনবাণী যুগে যুগে ধাপে
অন্তরিত হলো বুঝি বিরূপ অভিশাপে
ছিলে তুমি আছ রবে মহীরুহ যতি ||
কার বিরহে সন্ন্যাসিনী হলে জটাধারী
জানি না কার অভিমানে মৌনব্রতচারী
হাজার প্রাণের অভয়নগর তবু তুমি হায়
উপুরঝোলা দোলে তোমার বিস্তৃত শাখায়
মহাবনী শাখী তোমায় মানে তরুপতি ||