প্রকৃতির মন

Apr 24, 2025 - 16:34
Apr 24, 2025 - 19:56
 0  3

দূরের আকাশ নীলাভ রঙে আঁকা,
পাখির ডানায় স্বপ্ন যায় যে মাখা।
শিশির ভেজা ঘাসে সোনালী রোদ,
মনটা যেন হারায় নিরব বোধ।

নদীর ধারে কাশফুল দোলে মৃদু,
বাতাসে ভেসে আসে সুরের সিন্ধু।
মাঠের শেষে বাঁশের সারি ঘন,
স্মৃতির পাতায় পুরোনো আলাপন।

সন্ধ্যা নামে, জোনাক জ্বলে মিটিমিটি,
তারার আলোয় পথ যেন যায় ছিঁটি।
চাঁদের আলোয় স্বপ্ন বোনা রাতে,
শান্ত মনে ঘুম আসে একসাথে।