পাণ্ডলিপি ফুরিয়ে গেল
নতুন কিছু পাব আবার পুরাতন হারিয়ে
আনন্দ-বেদনা আছে মোর পানে তাকিয়ে ।।
কত কথা কত গীতি
পুরাতনে জমা স্মৃতি
পুরাতনই নতুন দিয়ে গেল যে কাঁদিয়ে ।।
কত না বার হতো দেখা
পুরাতনের সাথে একা
তেমনি পুরাতনের মতো, মাত্র নতুন নিয়ে ।।
আরও কথা বলার ছিল
পাণ্ডুলিপি ফুরিয়ে গেল
হয়নি বলা যে সব কথা, বলব নতুন দিয়ে ।।