পড়াশোনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

একবিংশ শতাব্দীতে কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যাপক অগ্রগতি ঘটেছে। শিক্ষার্থীদের পড়াশোনায় AI কিভাবে প্রভাব ফেলবে তা নিয়ে বিস্তৃত আলোচ্য।

Sep 12, 2024 - 20:30
Sep 12, 2024 - 20:21
 0  14
পড়াশোনায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স

কৃত্রিম বুদ্ধিমত্তা তথা Artificial intelligence এর শুরুটা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কাল থেকে। কালক্রমে ওয়ারেন ম্যাকালফ, আলান টুরিং, জন ম্যাকার্থি, স্যাম অল্টম্যানসহ অনেকের হাত ধরে AI এগিয়েছে। সম্প্রতি OpenAI এর ChatGPT আলোড়ন সৃষ্টি করেছে, যার হাত ধরে বিকশিত হয়েছে অন্যান্য AI, সহজ করেছে জটিল এবং কষ্টসাধ্য নানান কার্যক্রম।

শিক্ষাক্ষেত্রেও AI দারুণভাবে মিশে গিয়েছে। শিক্ষার্থীদের পাশাপাশি পাঠদানকারী শিক্ষক তাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করেছেন। পূর্বে যেসব পাঠ বুঝছে ছাত্রদের হিমসিম খেতে হতো, এখন তা বাস্তবিক রূপ ফুটে উঠছে AI বিপ্লবের মাধ্যমে। 

বাংলায়:

ভাষা শিক্ষায় যেসব এপ্লিকেশন সহায়তা করে তন্মধ্যে Duolingo আর Babbel অন্যতম। বাংলা অভিধান মনে রাখতে Memrise অ্যাপ হয়ে উঠেছে অনবদ্য।

In English:

ছাত্রদের ইংরেজি ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে AI ভিত্তিক এপ্লিকেশন এর গুরুত্ব বলে শেষ করা যাবে না। যেকোনো বিষয়ে Paragraph, Composition, Letter কিভাবে লেখতে হয়, নমুনাও এক নিমিষেই ChatGPT, ClaudeAi, Gemini এর মাধ্যমে পাওয়া যায়। Grammar সম্মন্ধে ভুল ঠেকানোর জন্য Grammarly অ্যাপ তুখোড় ভূমিকা রাখে।

গণিতে:

অঙ্ক যতই কঠিন, জটিল কিংবা চোঁখ ধাঁধানো হোক না কেন - AI এর কাছে সবকিছুর সমাধান আছে। Photomath, Wolfram Alpha, ChatGPT-4 এর মাধ্যমে চোঁখের পলকে অঙ্কের সমাধান step by step পাওয়া যায়।

বিজ্ঞানে:

বিজ্ঞান শিক্ষায় AI ভিত্তিক পড়াশোনা ছাত্রদের মাঝে অন্যরকমের উন্মাদনা সৃষ্টি করতে পারে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির যেকোনো বিষয়, যেকোনো থিওরী, যেকোনো মডেল, যেকোনো সমস্যার শেকড় থেকে সমাধান করা যায় ChatGPT এর একটি কমান্ড এর মাধ্যমে। Labster এর মাধ্যমে ভার্চুয়াল ল্যাবের আনন্দ শিক্ষার্থীরা অনুভব করতে পারে। বহির্বিশ্বের সহস্রাধিক রিসার্চ পেপার এবং এর ব্যাখ্যা নিমিষে ছাত্ররা পেয়ে যেতে পারে। 

কাজেই, মান্ধাতার আমলের শিক্ষাক্রম এর বদলে বিজ্ঞানভিত্তিক এবং নতুনের পথে অগ্রগামী শিক্ষাপদ্ধতি তৈরি করতে পারে একবিংশ শতাব্দীর সুপার হিউমান।


মাহির শাহরিয়ার অনুসৃত ২৫ ব্যাচের ছাত্র মাহির শাহরিয়ার, পড়াশোনা ও নেতৃত্বে রয়েছেন একনিষ্ঠ