নিস্তব্ধতার আর্তনাদ

Nov 21, 2024 - 23:30
Nov 22, 2024 - 02:18
 0  17
নিস্তব্ধতার আর্তনাদ

 আমি আর্তনাদ করিয়া কাঁদিতে চাহিয়া

কাঁদিতে পারিনি আর! 

আমার শহর নিস্তব্ধতার গহীনে

নিদ্রামগ্ন আজ

অশ্রুসিক্ত নয়নে সেদিকে তাকাইয়া

ফেলিয়া দীর্ঘশ্বাস,

আর্তনাদকে মোর বুকে চাপা দিয়া

 নিজেকে দিইয়াছি ধিক্কার!


Marzanah Hossain গোধূলির আঁধারে, যেখানে ছায়া ঘিরে, গোপন সুরের সঙ্গীত,অন্ধকারে ধীরে।