জাগলে তুমি আশ্বিনে ফুল
শ্বেতশুচিতায় বিরানভূমে শরৎপলির বুকে

জাগলে তুমি আশ্বিনে ফুল
সৌপর্ণ মাছুম
শ্বেতশুচিতায় বিরানভূমে শরৎপলির বুকে
জাগলে তুমি আশ্বিনে ফুল দীপ্ত হাসিমুখে ।।
তুমি এলে নীলাকাশে
অমলমেঘের ভেলায় ভেসে
শরৎরানির কোলে এসে থামালে রথ ঝুঁকে ।।
চোখ জুড়ানো, মন ভুলানো শুভ্র পেঁজা তুলো
কোন পুলকে বাঁধনহারা দোলে আপনভুলো
ধবধবে কাশ-কুসুম কায়া
কোমল পালক স্নিগ্ধ-মায়া
তুমি নীরদ বিম্বছায়া স্বপ্নময়ী চোখে ।।