ছেলেবেলার স্মৃতিকাতরতা

Oct 31, 2024 - 22:25
Nov 7, 2024 - 00:13
 2  42
ছেলেবেলার স্মৃতিকাতরতা

ছেলেবেলা মানে আমাদের অতিবাহিত করে আসা এক মধুর সময়। যেখানে ছিল না কোন দুঃখ কষ্ট, ছিলনা তেমন কোন বিধি নিষেধ। এক কথায় বলতে গেলে, অসাধারণ ছিল ছেলেবেলার প্রত্যেকটি মুহূর্ত।প্রতিদিন সকালে স্কুলে না যাওয়ার বায়না ছিল অন্যতম একটি স্মৃতি। আবার ছুটির ঘন্টা দেওয়া মাত্র বন্ধুদের সঙ্গে দৌড়িয়ে বাড়ি ফেরা,চিৎকার -চেঁচামেচি, আনন্দ করা। আহ!সে যেন এক অন্যরকম স্বাধীনতা!! তারপর শুরু হয় বন্ধুদের সঙ্গে বিরতিহীন সময় কাটানো । কখনো বর্ষাকালের বৃষ্টির মধ্যে ফুটবল খেলা, কখন আবার গ্রীষ্মের  প্রচন্ড গরমের মধ্যে পুকুরের পানিতে ডুবে থাকা।মনে পড়ে কি, সেই দিনগুলোর কথা? বিকেলে না ঘুমিয়ে বাড়ির সকলের চোখ ফাঁকি দিয়ে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলা। আহ!কতই না সুন্দর ছিল ফেলে আসা দিনগুলো! ছেলেবেলায় বাড়ির বন্ধুদের সঙ্গে খেলাধুলা,গাছের শীতল ছায়ায় বসে অবলীলায় হারিয়ে যাওয়া আর সন্ধ্যে নেমে এলেই পড়াশোনা না করার নানান  বাহানা। এগুলোর জন্য কত যে বকা খেতে হয়েছে, তা তো সকলেরই জানা কথা। মনে পড়ে কি, সেদিন গুলোর কথা? ছেলেবেলায় শুধু বলতাম, ইশ কবে যে বড় হব আমি? বড় হলে কেউ কিছুই বলতে পারবে না। আর এখন একটু বড় হওয়ার পর বুঝলাম, আবার যদি ফিরে যেতে পারতাম ছেলেবেলায়! ছোটবেলায়  বন্ধুদের সাথে রাগ অভিমান হলে পর দিনই সব ঠিক হয়ে যেত, আর এখন সবকিছুই জটিল হয়ে গেছে। কেউই এখন আর ভুল স্বীকার করতে রাজি নয়। যারা এখন ছোট তারাও হয়তো জানে না, তারা তাদের জীবনের সবচেয়ে সুন্দরতম দিনগুলো পার করছে। আক্ষেপ,আমরা আর সেই দিনগুলোতে ফিরে যেতে পারবো না! সেই সোনালী দিনগুলোর কথা মনে করলে, আজও চোখের সামনে ভেসে ওঠে। বড় হওয়ার সাথে সাথে হারিয়ে গেছে সেই হাসি-ঠাট্টা, খুনসুটি আর বন্ধু গুলো!এতটাই কি বড় হতে চেয়েছিলাম? তোমাকে আবার ফিরে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা জাগে মনে,ছেলেবেলা, তোমায় বড্ড মনে পড়ে!