চাকুরিজীবী
দিন রাত পড়ে আছি চার দেয়ালের মাঝে
এই জীবন নিয়ে কি গর্ব করা সাজে?
চাকর আমি করছি চাকরি,
তিলে তিলে হচ্ছি বিক্রি।
দিন আনি আমি দিন খেয়ে যাই,
মাস শেষে দেখি হাতে কিছুই নাই।
নতুন মাস আর নতুন খরচের চাপ,
ট্রাফিক জ্যামে এ জীবন বরবাদ।
বছর শেষে দেখি ট্যাক্সের পাহাড়,
হঠাৎ ভাবি মানুষ কেনো আমি?
এটাই কারো কারো জীবনের আহার।
লিংকডিন আর সোশ্যালে করছি নেটওয়ার্ক,
পেতেই হবে আমার নতুন দেয়ালের ডাক।
কনক্রিটের দেয়াল ছেড়ে যখন মাটির দেয়াল
রাখবেনা আর কেউ আমার খেয়াল।
হতে পারতাম গভীর সমুদ্রের এক নীল তিমি।
এক নিশ্বাসে ভরে যেতো বুক,
সেটাই হয়তো পৃথিবীর সর্বসুখ।