চাকুরিজীবী

Oct 1, 2024 - 13:20
Oct 10, 2024 - 17:53
 0  12
চাকুরিজীবী

দিন রাত পড়ে আছি চার দেয়ালের মাঝে

এই জীবন নিয়ে কি গর্ব করা সাজে? 

চাকর আমি করছি চাকরি, 

তিলে তিলে হচ্ছি বিক্রি।

 দিন আনি আমি দিন খেয়ে যাই, 

মাস শেষে দেখি হাতে কিছুই নাই।

 নতুন মাস আর নতুন খরচের চাপ, 

ট্রাফিক জ্যামে এ জীবন বরবাদ।

 বছর শেষে দেখি ট্যাক্সের পাহাড়,

 হঠাৎ ভাবি মানুষ কেনো আমি?

এটাই কারো কারো জীবনের আহার।

লিংকডিন আর সোশ্যালে করছি নেটওয়ার্ক,

পেতেই হবে আমার নতুন দেয়ালের ডাক।

কনক্রিটের দেয়াল ছেড়ে যখন মাটির দেয়াল

রাখবেনা আর কেউ আমার খেয়াল।

হতে পারতাম গভীর সমুদ্রের এক নীল তিমি।

এক নিশ্বাসে ভরে যেতো বুক,

সেটাই হয়তো পৃথিবীর সর্বসুখ।


Jannatul Adan Jerin শ্রেনী-নবম শাখা-হিমচাপা আমি বগুড়ার সুনাম ধন্য বিদ্যালয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিমচাঁপা শাখার শিক্ষার্থী। কবিতা লেখা আমার সখ নয় এটা আমার স্বপ্ন। এই কবিতা দিয়ে একদিন সবাই আমাকে চিনবে। আমি গত বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছি। এই বিদ্যালয়ে আমার কাছে বাড়ি সমতুল্য। আমার বিদ্যালয় আমাকে আমার সব স্বপ্ন পূরণে সাহায্য করেছে, আর আমি বিশ্বাস করি আমার কবিতা লেখা নিয়ে আমার যে স্বপ্ন টা রয়েছে সেখানেও আমি আমার বিদ্যালয় থেকে সম্পূর্ণ রুপে সাহায্য পাবো। আমার নামে নয় টাকায় নয় চিনবে আমায় কবিতায়