কায়া

মনের নোংরায় এঁটেছি তালা
চাবি দিয়েচ্ছি গেলে,
ফেলেছি নিথর চিন্তার বীজ
নর্দমারই কোলে।
জীর্ণ-জঞ্জাল হিংসে যত
হৃদয় জ্বালানো পিলে,
অহমিকা সব বৃথা কলরব
গর্তে এসেছি ঢেলে ।
বিধি বাম হায়! তব যবনিকায়
করেছি জটলা কত!
চয়নে, নয়নে, বাণী ও বচনে
পরেরে করেছি নত।
নৃ চিত্তে পারিনি করিতে
মনের কালিমা নিধন।
মানুষ হইব ভাবিতে জপিতে
কায়ায় আবৃত মরণ।
-
Arfin araExcellent.6 months agoReplyLike (0)
-
Farhana ParvinThank you . ❤6 months agoLike (0)
-
-
Abdul wahedঅসাধারণ6 months agoReplyLike (0)
-
Farhana ParvinThank you6 months agoLike (0)
-
Farhana Parvin
Farhana Parvin is a Teacher of APBN Public School & College, Bogura. (ICT), Master Trainer of Digital Technology. Belong Science background, Also trained as a Graphics Designer as well.