কবিতা: তরুণ বীর

হে তরুণ, হও জাগ্রত, হাতে তুলে নাও মশাল।
যেন গভীর রাত হয় আলোকিত,
যেন তোমরাই হয় আলোচিত
তোমরাই যেন দূর্নীতির হয়ে যাও কাল।
ওহে নবীন, ধরো তোমার মুক্তির গান।
সকলে মিলে সুরে সুরে,
যেন শোনা যায় সেই বহু দূরে
যেন পুরো ধরণী পেতে রয় কান।
প্রাণ উৎসর্গে, মুক্তির সংকল্পে থেকো সর্বদা হাজির
নির্ভয়ে সত্যের পাশে
উচ্চ শিরে, মুচকি হেঁসে
যেন পুরো বিশ্বের কাছে রয়ে যাও মহান এক বীর।