কবিতা
চোখের কোণে বর্ষা বেগে জমছে জল,
একলা বসে ভাবছে সে কে আপন কে পর?
মনের মাঝে দেয় না কেউ একটু সাড়া,
অভিমানের চোখে বসে আছে শুধুই তাকে ছাড়া ।
শিশির ভেজা শহর আজ কালো বৃত্তে অন্ধকার !
গলে যাওয়া মন কেনো জটিল গোলাকার ।
চোখের কোণে বর্ষা বেগে জমছে জল,
একলা বসে ভাবছে সে কে আপন কে পর?
মনের মাঝে দেয় না কেউ একটু সাড়া,
অভিমানের চোখে বসে আছে শুধুই তাকে ছাড়া ।
শিশির ভেজা শহর আজ কালো বৃত্তে অন্ধকার !
গলে যাওয়া মন কেনো জটিল গোলাকার ।