কন্যা দান

বধু সাথী লয়ে চলিয়া যায়,
পিতার পানেও ফিরিয়া চায়,
সিঁদুর রাঙা ললাট কায়,
ব্যাকুল নয়নে অশ্রু বায়।
পিতৃ স্নেহের ভীষণ দায়,
অশনি বিষাদের আশঙ্কায়,
পিতা ডাকি কহে বর কৌল্য-
স্নেহাশিস তুমি পুত্রতুল্য,
দুলালী মোর কাজে ধীর অতি,
বসনে বিলাস, আমিষের প্রীতি।
নিন্দা-কীর্তন দিও আমায়
দুহিতা কোমল লালিত হায়।
আকুতি করিয়া আদুরে জায়,
কন্যার শিরে হাত বুলায়।
মামনি তখন কাঁদে ফুপাইয়া-
পিতার বুকেতে মুখ লুকাইয়া।
লুটাইয়া স্নেহের ভব বারতা
দাবী ছাড়িলেন জন্মদাতা।
পাষাণ প্রথার রাখিতে মান,
পিতা করিলেন কন্যা দান।