রূপার ধারায় রূপের ফালি

বৃত্তকুসুম ভাঙলো কী ঘুম, এলো বাদলপরি
শুভ্র-পীতে নীপশাখা রাঙলো মরি মরি ।।
হাসিছে মেঘাগমপ্রিয়
বাদল-প্রতীক বার্তাবহ
রাশি রাশি শুভ্রতিরে বিদ্ধ হলুদ কুঁড়ি ৷৷
মেঘবালিকার খোঁপার তারা দোলে খোলা প্রাণে
বৃষ্টিভেজা পবন ভারী হলো কদমঘ্রাণে
বর্ষা-কদম কী মিতালি
রূপার ধারায় রূপের ফালি
প্রস্ফুটিত পুলকি প্রসূন মায়াময় অপ্সরি ।।