উপকারীর পরিনাম
উপকারীর পরিনাম

উপকারীর পরিনাম
ফাতিমা তুজ জোহরা
উপকারীর পরিনাম তো দেখছে গোটা বিশ্ব,
কৃতঘ্নতার এ যে এক উজ্জ্বল দৃষ্টান্ত,
ইহুদিদের ছিলোনা খাদ্য ছিলনা কোনো দেশ,
ছিলোনা কো অর্থ কোনো, ছিল মলিন বেশ।
হিটলার এর দাপটে যখন মরছে তারা,
তখন তাদের আশ্রয় দিল ফিলিস্তিনিরা।
করল তাদের আপ্যায়ন, করল কত কিছু,
ফলে ইহুদিদের নিচু মাথা হলো যে উঁচু।
কিন্তু তারা দিল না কো উপকারীর দাম,
করল তারা উপকারীর চরম অপমান।
উপকারীর ওপর ই আঘাত হানলো যে দারুন,
ফিলিস্তিনিদের মারতে লাগলো দিয়ে বোমা আর আগুন।
ধ্বংস করল কত পরিবার, খালি হলো কত মায়ের বুক,
কত রঙিন স্বপ্ন অঙ্কুরেই করিয়ে দিল চুপ।
ফিলিস্তিনি বীরেরা তবুও তো নেই বসে,
করছে তারা প্রতিরোধ ভীষণ বীর বেশে।
পৃথিবী আজ দেখছে শুধু চেয়ে এ অন্যায়,
সবাই কি ইহুদিদের এতই ভয় পায়?
যতই হোক না হত্যা, অত্যাচার বিনা দ্বিধায়,
জয়ী হবে ফিলিস্তিনিরাই, কারণ আল্লাহ তাদের সহায়।