উঠিল দীপ্ত হেলাল
অমানিশা নাশ করে গগনে উঠিল দীপ্ত হেলাল
আয় ছুটে আয় মুক্তিকামী নবদূত তোলে পাল ।।
হেলালদ্যুতি দিয়ে যায় ডাক
জাগে বাঁধাহীন তরি মুক্তবাক
সাগরবক্ষে বাতিঘর সে আলোক-ইন্দ্রজাল ।।
একা একা আর জোনাকসম পথ খুঁজবি কতো
কূপমণ্ডূকে সোনার জীবন হতাশয় হয় গত
কারা যাবি আয় নবদীপ দ্বীপে
নির্ভয়ে চল নিরাপদ শিপে
নিশাকর বানে আসবে সুদিন কল্লোল-মহাকাল ।।