আসলে হবো কি

Oct 31, 2024 - 22:15
Nov 1, 2024 - 03:42
 1  11
আসলে হবো কি

মানুষ যখন ছোট্ট থাকে স্বপ্ন থাকে বড়,

বড় হলে মানুষ বলে স্বপ্নকে জয় কর।

আমার মনেও তেমন কিছু ইচ্ছে কথা জাগে,

পরে তা আবার হারিয়ে যায় রাগে অনুরাগে।

কখনো ভাবি ডাক্তার হব

কখনো হব শিক্ষক,

কখনো হব প্রকৌশলী

কখনো দেশের রক্ষক।

কখনো ভাবি কবি হব

কখনো বা প্রফেসর,

কখনো হব শরতের ফুল

কিংবা বৈশাখী কোনো ঝড়।

কখনো হয়তো ফুল হব 

কখনো হব পাখি,

কখনো হব কিশোরীর

ঐ কাজল ভরা আঁখি।

কখনো হব আকাশের তারা

করবো ঝিকিমিকি,

জানতে খুব ইচ্ছে করে

আসলে হব কী!!!


Jannatul Adan Jerin শ্রেনী-নবম শাখা-হিমচাপা আমি বগুড়ার সুনাম ধন্য বিদ্যালয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিমচাঁপা শাখার শিক্ষার্থী। কবিতা লেখা আমার সখ নয় এটা আমার স্বপ্ন। এই কবিতা দিয়ে একদিন সবাই আমাকে চিনবে। আমি গত বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছি। এই বিদ্যালয়ে আমার কাছে বাড়ি সমতুল্য। আমার বিদ্যালয় আমাকে আমার সব স্বপ্ন পূরণে সাহায্য করেছে, আর আমি বিশ্বাস করি আমার কবিতা লেখা নিয়ে আমার যে স্বপ্ন টা রয়েছে সেখানেও আমি আমার বিদ্যালয় থেকে সম্পূর্ণ রুপে সাহায্য পাবো। আমার নামে নয় টাকায় নয় চিনবে আমায় কবিতায়