আসলে হবো কি

মানুষ যখন ছোট্ট থাকে স্বপ্ন থাকে বড়,
বড় হলে মানুষ বলে স্বপ্নকে জয় কর।
আমার মনেও তেমন কিছু ইচ্ছে কথা জাগে,
পরে তা আবার হারিয়ে যায় রাগে অনুরাগে।
কখনো ভাবি ডাক্তার হব
কখনো হব শিক্ষক,
কখনো হব প্রকৌশলী
কখনো দেশের রক্ষক।
কখনো ভাবি কবি হব
কখনো বা প্রফেসর,
কখনো হব শরতের ফুল
কিংবা বৈশাখী কোনো ঝড়।
কখনো হয়তো ফুল হব
কখনো হব পাখি,
কখনো হব কিশোরীর
ঐ কাজল ভরা আঁখি।
কখনো হব আকাশের তারা
করবো ঝিকিমিকি,
জানতে খুব ইচ্ছে করে
আসলে হব কী!!!