আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার BNCC এর গৌরব গাঁথা

Oct 31, 2024 - 22:40
Nov 1, 2024 - 03:51
 0  32
আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়ার BNCC  এর গৌরব গাঁথা

ব্যাটালিয়ন ক্যাম্প ২০২৩-২৪ অনুষ্ঠিত হয় সরকারি আজিজুল হক কলেজ বগুড়া তে । নওগাঁ জয়পুরহাট বগুড়া সিরাজগঞ্জ এর মোট ৩০০ ক্যাডেট এই ক্যাম্পে যোগদান করে এবং এই প্রতিষ্ঠানের জুনিয়র ও সিনিয়ার ডিভিশন মিলে মোট ২৫ জন ক্যাডেট অংশগ্রহণ করে। ক্যাম্পের বিভিন্ন ধরনের প্রতিযোগিতা হয় যেমন ভলিবল ক্রিকেট উপস্থিত বক্তৃতা নির্ধারিত বক্তৃতা ফায়ারিং । এই সকল প্রতিযোগিতায় আমাদের প্রতিষ্ঠানের দুজন ক্যাডেট ক্রিকেটে রানার্সআপ , একজন ডিসিপ্লিন এ চ্যাম্পিয়ন , একজন উপস্থিত বক্তৃতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে । এই প্রতিষ্ঠানের একজন শিক্ষক ফায়ারিং এ ৪ ইঞ্চি বুকিং করে শ্রেষ্ঠ শুটার এর পুরস্কার গ্রহণ করেন। আট দিনব্যাপী এই ক্যাম্পে ক্যাডেটদের ডিসিপ্লিন, সামরিক বিজ্ঞান, রেড, এম্বুস,মাদকবিরোধী , ফায়ার সার্ভিসের ক্লাস ইত্যাদি করে থাকে। একটি জাতিকে নিজের অস্তিত্ব টিকে রাখতে কর্মঠ ও যোগ্য হতে হয়। এ ধারাবাহিকতায় প্রতিষ্ঠানের এ ধরনের সার্বিক সহযোগিতা আমাদেরকে সে পথে এগিয়ে যাবার প্রেরণা দেয়। নেপথ্যের মন্ত্রদাতা আর্মডপুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজের সভাপতি এবং ৪ এপিবিএনের সম্মানিত অধিনায়ক জনাব মোঃ আব্দুর রাজ্জাক এ্যাডিশনাল ডিআইজি,(বাংলাদেশ পুলিশ)স্যারের প্রতি অশেষ কৃতজ্ঞতা।