আর কেঁদো না, মা ফাতেমা

মা ফাতেমা, মা ফাতেমা, ওগো মা ফাতেমা-
হাসান-হোসেন লাইগা তুমি আর কেঁদো না ;
তুমি যদি কাঁদো মাগো কাঁদে আমার অন্তর রে
আর কেঁদো না, মা ফাতেমা ।।
এজিদেরি জন্য মাগো হাসান শহিদ হইল রে
জাএদা বিষ দিয়া মারল তোমার হাসানরে ।।
আর কেঁদো না, মা ফাতেমা ।
ইমাম হোসেন শহিদ হইল কারবালার ঐ প্রান্তরে
এই দুনিয়ায় দুঃখেরি ঢল নামল সবার অন্তরে ।।
আর কেঁদো না, মা ফাতেমা ।