আমার এই নিথর দেহ বটমূলে
আদিবট বঙ্গতরু শ্যামল কায়ায়
শতায়ু স্তম্ভমূলে চলো হাওয়ায় ||
তোমার ওই ডালে ডালে হাজার পাখি
নাচে-গায় ; নির্ভয়াবাস সবুজ সাকি
করেছ ক্লান্তিহরণ মোহন মায়ায় ||
আমার এই নিথর দেহ বটমূলে
রাখিও আড়াল করে ; যেও ভুলে
আমিও ভুলব সেদিন সকল ব্যথা
ধ্বনিবে শব্দকুহক নীরবতা
ঘুমাবো তখন শীতল নিবিড়ছায়ায় ||