আপনিও আরবি ভাষায় কথা বলুন (পর্ব-১)

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধারাবাহিকভাবে আরবি শেখার এই ক্ষুদ্র পরিসরে আপনাকে স্বাগতম। যেকোনো ভাষা শেখার জন্যে সবার আগে সেই ভাষার সর্বনাম পদগুলো জানা দরকার। তারপর প্রাসঙ্গিক কিছু শব্দ জেনে নিলেই ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বাক্য তৈরি করা যায়।
সর্বনাম পদকে আরবিতে ‘ضَمِيْرٌ’ (যমির বা দ্বমির) বলে। আরবি ভাষায় সর্বনাম পদের সংখ্যা মাত্র ১৪টি যা আমরা এক সপ্তাহের মধ্যে শিখে ফেলব। কয়েকবার লেখতে পারলে ভালো হয়। কোনো কোনো ক্ষেত্রে পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দের জন্যে আলাদা আলাদা সর্বনাম ব্যবহার করতে হয়, যেভাবে ইংরেজি ভাষায় আমরা He বা She ব্যবহার করে থাকি। বচনভেদে এগুলোর ব্যবহার হয়ে থাকে। উল্লেখ্য যে, আরবিতে বচন তিন প্রকার যথা: একবচন, দ্বিবচন ও বহুবচন।
আরবি সর্বনাম পদসমূহ
বাংলা |
পুরুষবাচক আরবি |
উচ্চারণ |
স্ত্রীবাচক আরবি |
উচ্চারণ |
সে/তিনি/তার |
هُوَ |
হুয়া |
هِيَ |
হিয়া |
তারা (দুইজন) |
هُمَا |
হুমা |
هُمَا |
হুমা |
তারা |
هُمْ |
হুম |
هُنَّ |
হুন্না |
তাদের |
لَهُمْ |
লাহুম |
لَهُنَّ |
লাহুন্না |
আপনি/ তুমি |
اَنْتَ |
আনতা |
اَنْتِ |
আনতি |
তোমরা (দুইজন) |
اَنْتُمَا |
আনতুমা |
اَنْتُمَا |
আনতুমা |
তোমরা |
اَنْتُمْ |
আনতুম |
اَنْتُنَّ |
আনতুন্না |
আমি |
اَنَا |
আনা |
اَنَا |
আনা |
আমরা |
نَحْنُ |
নাহনু |
نَحْنُ |
নাহনু |
(চলবে)