আপনিও আরবি ভাষায় কথা বলুন (পর্ব-2)

Jun 14, 2024 - 00:00
Jun 14, 2024 - 00:08
 0  22
আপনিও আরবি ভাষায় কথা বলুন (পর্ব-2)

আস-সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। ধারাবাহিকভাবে আরবি শেখার এই ক্ষুদ্র পরিসরে আবারও আপনাকে স্বাগতম। পর্ব-১  এর সর্বনাম পদগুলো শেখার পর প্রাসঙ্গিক কিছু শব্দ জেনে নেয়া দরকার। তাই এখানে কিছু প্রাসঙ্গিক শব্দ দেয়া  হল ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু বাক্য তৈরি করতে পারব।

প্রাসঙ্গিক শব্দসমূহ:

বাংলা (পুং/ স্ত্রী)

আরবি (পুরুষ বাচক)

উচ্চারণ

আরবি (স্ত্রী বাচক)

উচ্চারণ

ছাত্র/ছাত্রী

طًالِبٌ

ত্বলিবুন

طَالِبَةٌ

ত্বলিবাতুন

শিক্ষক/শিক্ষিকা

مُدًرِّسٌ

মুদাররিসুন

مُدَرِّسَةٌ

মুদাররিসাতুন

বাবা/মা

اَبٌ

আবুন

اُمٌّ

উম্মুন

ভাই/বোন

اَخٌ

আখুন

اُخْتٌ

উখতুন

দাদা/দাদী

جَدٌّ

জাদ্দুন

جَدَّةٌ

জাদ্দাতুন

মামা/মামী

خَالٌ

খালুন

خَالَةٌ

খালাতুন

নানা/নানী

جَدٌّ

জাদ্দুন

جَدَّةٌ

জাদ্দাতুন

নাতি/নাতিনী

حَفِيْدٌ

হাফিদুন

حَفِيْدَةٌ

হাফিদাতুন

শশুর/শাশুরী

صِهْرٌ

ছিহরুন

حَمَّاةٌ

হাম্মাতুন

স্বামী/স্ত্রী

زَوْجٌ

জাওজুন

زَوْجَةٌ

জাওজাতুন

শ্যালক/শ্যালিকা

اَخُ الزَّوْجَةِ

আখুজ্জাওজাতুন

اُخْتُ الزَّوْجَةِ

উখতুজ্জাওজাতি

ছেলে/ মেয়ে

اِبْنٌ

ইবনুন

بِنْتٌ

বিনতুন

ভাতিজা/ভাতিজী

اِبْنُ الْاَخِ

ইবনুল আখি

بِنْتُ الْاَخِ

বিনতুল আখি

ভাগিনা/ভাগিনী

اِبْنُ الْاُخْتِ

ইবনুলউখতি

بِنْتُ الْاُخْتِ

বিনতুলউখতি

বি:দ্র: প্রথম কলামের প্রথম শব্দটির জন্য ২নং কলামের আরবি এবং প্রথম কলামের দ্বিতীয় শব্দটির জন্য ৪নং লামের আরবি পড়তে হবে যেমন  ছাত্র এর জন্য  طًالِبٌ  এবং ছাত্রী এর জন্য  طَالِبَةٌ পড়তে হবে

(চলমান)


মোঃ আবদুল জলিল Assistant professor- Dept of Mathematics Armed Police Battalion public School and College