আত্মশুদ্ধি

আত্মশুদ্ধি শব্দের অর্থ নিজের আত্মাকে গুনাহ থেকে পরিশুদ্ধ করা। আল্লাহ তা'আলা মানব জাতিকে দেহ ও আত্মা’র সমন্বয়ে সৃষ্টি করেছেন।
দেহ অসুস্থ হলে যেমনি চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ করার চেষ্টা চালাতে হয়, তেমনিভাবে আত্মা রোগাক্রান্ত হলে আত্মিক চিকিৎসার মাধ্যমে তাকে সুস্থ/শুদ্ধ করে তুলতে হয়। আর একেই বলে আত্মশুদ্ধি। ইসলামের আলোকে যদি কোনো ব্যক্তিকে পরিমাপ করতে হয় তবে দেখতে হবে তার নফস কতখানি পুতঃপবিত্র এবং কুলুষমুক্ত। কেননা মহান আল্লাহ বান্দার অন্তরকেই বেশি প্রাধান্য দিয়ে থাকেন, তার বাহ্যিক আচার-অনুষ্ঠানকে নয়।
আত্মশুদ্ধি কেনঃ
* মহান আল্লাহ তা'আলা পবিত্র কুরআনের সূরা শামসের ৯নং আয়াতে ঘোষণা করেন,
قد افلح من زكها
অর্থঃ যে নিজের আত্মাকে পরিশুদ্ধ করে সে সফলকাম।
* হাদিস শরীফে আছে, “প্রত্যেক মানবদেহে একটি গোস্তের টুকরা (ক্বলব) রয়েছে, যখন উহা পরিশুদ্ধ হয়ে যায়; তখন সমস্ত দেহ সুস্থ/শুদ্ধ হয়ে যায়। আর যখন উহা বিগড়ায়ে যায়, তখন সমস্ত দেহ বরবাদ হয়ে যায়।”
* আল্লাহ তা'আলা আরও বলেন, "সে দিন সম্পদ এবং সন্তান কোন উপকারে আসবে না, কেবল যে ব্যক্তি আল্লাহর দরবারে পরিচ্ছন্ন অন্তর নিয়ে আসবে। (উহাই কাজে লাগবে)
উপরোক্ত কোরআন ও হাদিসের আলোকে বুঝা যায় যে, আত্মাকে পরিশুদ্ধ করা একান্ত কর্তব্য ও জরুরি।