বাংলা মা
বাংলা মা
মেঘাকাশের বজ্র বাণে
আঁধার ঢাকা ভয়াল ক্ষণে
হিংস্র সব পশুর ভোজে
কিশোর-যুবক-বৃদ্ধ সবে
মা-বোনের শরীর জুড়ে
কাম-লালসার চিহ্ন বাড়ে
রাতাকাশে নক্ষত্রদ্যুতি
লক্ষ মৃতের শরীর গুনি!
রাত্রিজাগার মহারাত্রি
হিসেব কষার নেই বিরতি
দানবরূপী মুখোশ ভিড়ে
গোলাপ ফোটার লগ্ন ছুঁয়ে
জোনাকির দীপ জ্যোতিতে
সবুজ গাঢ় শ্যামল ছেয়ে
রক্তছাপা শাড়ির মাঝে
খুঁজে পেলাম আপন মাকে!
মানচিত্রের পদ্মাসনে
উড়ন্ত লাল সবুজ মেলে
বিশ্ববাসীর বিস্ময়মনে
সুচেতনার প্রদীপ জ্বেলে
ঠাঁই দাঁড়িয়ে বাংলা মাতা
অরুণ সবুজ নোয়ায় মাথা
অসুরবধা মা দশভুজা
আপন তেজে জগত সেরা !