সেবা করো আজি

নবির প্রেমে মত্ত হয়ে সেবা কর আজি
সেবা করলে খুশি হয় যে দয়াময় আল্লাজি ।।
ক্ষুধার্তকে খাদ্য দাও আর বন্দীকে দাও মুক্তি
ঋণীকে ঋণমুক্ত কর, প্রাণে যোগাও শক্তি
সেবা বিনে নবি নাখোশ, যতই হও না হাজি ।।
এই পৃথিবীবাসীদেকে দয়া কর অতি
ঐ আসমানের মালিক দয়া করবে তোমার প্রতি
পরকালে পাবে নাজাত ধরিলে এই বাজি ।।
ভূ-মণ্ডলের সকল মাখলুক খোদার পরিজন
দয়া কর, দিও তাদের যার যাহা প্রয়োজন
ক্ষমা পাবে তবেই তুমি, খোদা হবেন রাজি ।।