সবুজপ্রসূ

মৃত্তিকা মা বেলা শেষে স্নেহময়ী কোলে
ঘোর-তিমিরে ঠাঁই দিও মা বিয়োগসন্ধ্যা হলে ॥
তোমার পূত জঠরে মা
জন্মান্তরে এলাম রমা
আগলে আমায় করলে লালন, রেখে বুকের তলে ।।
সর্বংসহা যাও সয়ে সব আঘাত-অপমান
নীরবে নিভৃতে তবু ফোটায়ে যাও প্রাণ
ঊষর-ধূসর গিরি-মরু
সঞ্জীবনে রাঙলো তরু
তুমি তো মা 'সবুজপ্রসূ' উর্বশী ঝলমলে ৷৷