শীতের সাজ 

শীতের বাংলাদেশের সাজ ও প্রকৃতি

Jan 11, 2025 - 23:31
Jan 30, 2025 - 18:26
 0  10
শীতের সাজ 
ধরা নিজ বুকে রহিছে সুখে 
    বর্ণিল বাধি সাজ,
সরষে মেলা- শীতের হীমেতে 
   ঢাকিছে স্বয়ং লাজ।
উষ্ণ রবির প্রাত নিঃশ্বাস 
    বুলায় ধবল চাদর,
আলিঙ্গনে কুসুম ললাট 
    চোখ বুজে লয় আদর।
সোনালি ধান্য, সবুজ শস্য 
    বাহারি ফুলের বৈভব ! 
নদীর ধোঁয়ায় জলকেলি করে
    বৈদেশী খগের শৈশব। 
মধু-মঞ্জরি রসের আমেজে 
    উল্লাস জপে বঙ্গ,
রমণী যেন শাড়ির আভুষে 
    আহ্লাদে শোভে অঙ্গ। 


Farhana Parvin Farhana Parvin is a Teacher of APBN Public School & College, Bogura. (ICT), Master Trainer of Digital Technology. Belong Science background, Also trained as a Graphics Designer as well.