শিক্ষক

Oct 1, 2024 - 13:25
Oct 2, 2024 - 15:14
 0  1
শিক্ষক

শিক্ষক আমার জ্ঞানের আলো,  

নিশিদিনে দেন পথের দিশা,  

তাঁর কথাতে মিটে যায় সব,  

জীবনের যত সংশয় বিষা।

শ্রাবণ ধারার মেঘের মতন,  

তাঁর বাণীতে ভরে মন প্রাণ,  

তিনি আকাশ, আমি ক্ষুদ্র পাখি,  

তাঁরই ছায়ায় কাটে অবিরাম।

দুর্যোগের মাঝে দাঁড়াও তিনি,  

আশার প্রদীপ হাতে নিয়ে,  

স্বপ্নের বীজ বুনেন হৃদয়ে,  

জীবন গড়ার শিল্পী তিনি যে।

শিক্ষক আমার পথের প্রহরী,  

তাঁর ছায়াতে পাই আমি ভরসা,  

শিখিয়ে দেন ভালোবাসা, মানবতা,  

তাঁর শিক্ষাতেই জীবন হবে সুরম্য বাসা।

নাম:- জেরিন 

শ্রেনী -৯ম 

রোল:-২৬০


Jannatul Adan Jerin শ্রেনী-নবম শাখা-হিমচাপা আমি বগুড়ার সুনাম ধন্য বিদ্যালয় আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর হিমচাঁপা শাখার শিক্ষার্থী। কবিতা লেখা আমার সখ নয় এটা আমার স্বপ্ন। এই কবিতা দিয়ে একদিন সবাই আমাকে চিনবে। আমি গত বারো বছর যাবৎ এই বিদ্যালয়ে পড়ছি। এই বিদ্যালয়ে আমার কাছে বাড়ি সমতুল্য। আমার বিদ্যালয় আমাকে আমার সব স্বপ্ন পূরণে সাহায্য করেছে, আর আমি বিশ্বাস করি আমার কবিতা লেখা নিয়ে আমার যে স্বপ্ন টা রয়েছে সেখানেও আমি আমার বিদ্যালয় থেকে সম্পূর্ণ রুপে সাহায্য পাবো। আমার নামে নয় টাকায় নয় চিনবে আমায় কবিতায়