পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সা.) উপলক্ষে

খোদার হাবিব এল রে তাই ধন্য মরু-ক্বাবা
কুল-মাখলুকুল দরুদ জপে বলে যে মারহাবা ।।
জন্ম নিয়ে বলেছিলে হাবলিল উম্মাতি
উম্মতেরি পরিত্রাণে কাঁদলে দিবা-রাতি
জাবালে নূরে ভজন-সাধন করলে মোরাকাবা ।।
বনের বৃক্ষ শাহাদতের সাক্ষ্য দিয়ে যায়
দু-ভাগ করলে গগন-শশী হাতের ইশারায়
পাপী তাপী সকলেরে করালে খাস তওবা ।।