বিদায় ! বন্ধু বিদায় ! ! (আব্দুর রাজ্জাক স্যারের বিদায় উপলক্ষে)
বিদায়ের বেলা বন্ধু আমার, কেন গো তোমার কথা
স্মরণ করিলেই বহে চোখে জল, বাড়ে গো হৃদয়-ব্যথা !
এই হৃদয়ের আকাশেতে সখা, ছিলে তুমি শুকতারা
"আসি তবে" বলে, যাবে তুমি চলে, নয়নে শ্রাবণ-ধারা !
চলেছি সরবে একসাথে মোরা, এক ছিল সে তরি
একা ফেলে হায়, দূরে যাবে চলে নিয়তির হাত ধরি !
এ হৃদয়বাগে আসিয়া কাহারা ছিঁড়িয়া সুখের গুল
ঢালিয়া দিল হৃদয়ে গরল, নাই বেদনার কূল !
এ-হৃদয় সরল, পেয়ে সে-গরল, হলো মরু সাহারা
যারা আছে সুখে, বিচ্ছেদ-জ্বালা, বুঝিবে কি তাহারা ?
হায়রে বিধির বিধান
সখী-সখা করে কেন গো করাও বিরহের বারি পান ?
কেন গো আমার প্রাণেতে বাজে আজি এত হাহাকার
আমার হৃদয়ে চাপায়ে কে দিল বিরহের মহা পাহাড় !
মন চাহিছে না ছাড়িতে তোমায় কেমনে দিই গো বিদায়
চাঁদমুখখানি মলিন হয়েছে বেদনাজ্যোতির আভায় !
আবেগের ধারা চাপা রেখে প্রাণে মহাশোক বেদনায়
অশ্রুসিক্ত লোচনে জানাই বিদায় ! বন্ধু বিদায় ! !
Tags:
-
মোঃ আব্দুর রাজ্জাকদীপ্ত সূর্য সবারই প্রণাম পায়। কিন্তু অস্তগামী সূর্যকে প্রণাম করার নজির নেই। আপনার অস্তিত্বহীন সূর্যকে সম্মান জানাচ্ছেন। আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা।22 days agoReplyLike (0)
-
Rowjaস্যার আপনার কবিতা মনকে স্পর্শ করেছে। ধন্যবাদ1 month agoReplyLike (0)
-
Farhana Parvinwords seems little bit feminine.. other wise fantastic.2 months agoReplyLike (0)
-
Shamsun Naher'কবি' 'আপনার কবিত্ব মুগ্ধ করার মত'। অসাধারণ!2 months agoReplyLike (0)