নতুন দিন

বছর শেষে আবার এল নতুন দিন ফিরে
গাইবে সবে মিলিত স্বরে আনন্দ ধ্বনি গানে।
যুগের বন্দী শিকল পায়ে দুঃশাসনের কাল
শত বছর পার করেছি সুশাসনের দায়।
বুকের মাঝে উপনিবেশ বুকেই ইতিহাস
দুঃখের নদী সাঁতার দিয়ে পেলাম সুখী মাস।
শোভাযাত্রার সুখ মিছিলে বর্ণ-বিভেদ ভুলে
সম্প্রীতির প্রেম বাড়ুক নিত্য ঘরে ঘরে।
বৈশাখী মেলা হালখাতার বিচিত্রা বর্ণী সাজে
উৎসবের মধুর লগ্ন রাঙুক দিকে দিকে ।
কালবোশেখীর দুরন্ত নাশে কাটুক সর্বনাশ
মাঙ্গলিকের কল্যাণ বার্তা ছড়াক অফুরান।
অরুণ-রাঙা আগুন বাণ অপযুগের গায়
অন্ধ মনন মুক্তি মিলুক শুদ্ধাচারের বায়!